মুসলমানদের প্রধান ধর্মীয় অনুশাসন নামাজ, রোজা, হজ্জ্ব, যাকাত। রমজানের সারা মাস ধর্মপ্রাণেরা কৃচ্ছ সাধন করে থাকেন। সাধারণত শহরে গ্রামে এক বা একাধিক মসজিদ ও পাঞ্জেগানা মসজিদ দেখতে পাওয়া যায়। সেখানে তারা পাঁচবার নামাজ আদায় করে থাকেন। এছাড়া জুম্মার নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট দিনে মসজিদগুলোতে তাঁরা সমবেত হন। প্রচুর ধর্মপ্রান মুসলমানের মনে পীর (ধর্মীয় পথ প্রদর্শক) দের প্রভাব অপরিসীম। পীরদের তাঁরা অত্যন্ত সম্মানজনক আসনে বসিয়েছেন। প্রধানত মুসলমান এবং কিছু হিন্দু ও তাদের দরগায় (মাজার সৌধ) সম্মান দেখান এবং পীরের দরগায় বছরের বিশেষ দিনে অসংখ্য মানুষ সেখানে তাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।
যাতায়াত ব্যবস্থাঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে মটর সাইকেল, ইঞ্জিন ভ্যান, ভ্যান, সাইকেল যোগে অতি সহজে পোছানো যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS