মুসলমানদের প্রধান ধর্মীয় অনুশাসন নামাজ, রোজা, হজ্ব, যাকাত। রমজানের সারা মাস ধর্মপ্রাণেরা কৃচ্ছ সাধন করে থাকেন। সাধারণত: শহরে গ্রাম এক বা একাধিক মসজিদ ও পাঞ্জেগানা মসজিদ দেখতে পাওয়া যায়। সেখানে তারা পাঁচবার নামাজ আদায় করে থাকেন এছাড়াও জুম্মার নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট দিনে মসজিদগুলোতে তাঁরা সমবেত হন। মুসলমান ধর্মপ্রান মুসল্লীরা নতুন জন্মগ্রহনকারী শিশুদের সংবর্ধনা জানায় আকিকা অনুষ্ঠানের মাধ্যমে সেখানে পুরুষ সন্তানদের জন্য দুইটি ছাগল এবং কন্যা সন্তানদের জন্য একটি ছাড়ল কোরবানী করা হয়। মৃত্যুর পরে তারা নরনারীকে কবরস্ত করেন এবং তার আত্মার সদগতির জন্য চতুর্থ দিনে ফাতেহাখানি এবং চল্লিশ দিনে চেহলাম অনুষ্ঠান পালিত হয়। সেই অনুষ্ঠানে সাধারণত: অবিরাম পবিত্র কোরান সম্পূর্ণ পাঠের ব্যবস্থা করা হয়। মাজার শরীফ জিয়ারত সহ বিভিন্ন ধরনের ইসলামিক অনুষ্ঠান হয়। প্রতিবছর হাজার হাজার লোক সমবেত হয়ে আল্লাহর গুনগান করতে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS