Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

কালিগঞ্জ উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান সব দিক থেকে ভাড়াশিমলা ইউনিয়নের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। কালিগঞ্জ  উপজেলায় ০৭ কিঃ মিঃ দুরে অবস্থিত  এই ইউনিয়নকে ঘিরে রয়েছে কালিগঞ্জ উপজেলা। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই। কালিগঞ্জ উপেজলা ইছামতি নদীর তীরে ভাড়াশিমলা গ্রামে অবস্থিত ভাড়াশিমলা ইউনিয়ন। একটি জাতির জীবনচর্চাই সংস্কৃতি। জীবন কর্মে লালিত ঐতিহ্য তার সাংস্কৃতিক ঐতিহ্য। জাতি এই সংস্কৃতি ধারন ও লালন করে তার অর্থনৈতিক ব্যবস্থা এবং জীবনবোধের উপর ভিত্তি করে। মানুষ কর্মময়। জীবিকা দিয়ে জীবন ধারন করে। এই জীবনধারন পদ্ধতিতেই রূপ নেয় সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতির কাঠামো। অর্থ ব্যবস্থার কারণে বিকাশমান জীবন চর্চার মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেনীর নিজস্ব রূপ ও দ্বন্দ। এদের পারস্পরিক সংঘাতের ফলে উদ্ভূত মিলিত চর্চা আমাদের সংস্কৃতি। মানুষের জীবনাচারনের মধ্যে সহজাত এবং অর্জিত এই বিচিত্র বিকাশধারা। হাজার হাজার বছর ধরে কোম প্রধান সমাজই বিভিন্ন ছন্দে এসে মিলেছে আধুনিক জীবনের গতি ধারায়। অর্থনৈতিক সম্পর্কের পরিবর্তনের জন্যে বর্তমানে এর ভিত টলে উঠেছে। যোগাযোগের উন্নতির জন্যে পাশ্চাত্য চলে এসেছে খুব কাছে। সংস্কৃতিক কর্মকান্ডে এর ছাপ পড়ছে অনায়াসে।

কালিগঞ্জ উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান সব দিক থেকে ভাড়াশিমলা ইউনিয়নের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। কালিগঞ্জ  উপজেলায় ০৭ কিঃ মিঃ দুরে অবস্থিত  এই ইউনিয়নকে ঘিরে রয়েছে কালিগঞ্জ উপজেলা। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই। কালিগঞ্জ উপেজলা ইছামতি নদীর তীরে ভাড়াশিমলা গ্রামে অবস্থিত ভাড়াশিমলা ইউনিয়ন। একটি জাতির জীবনচর্চাই সংস্কৃতি। জীবন কর্মে লালিত ঐতিহ্য তার সাংস্কৃতিক ঐতিহ্য। জাতি এই সংস্কৃতি ধারন ও লালন করে তার অর্থনৈতিক ব্যবস্থা এবং জীবনবোধের উপর ভিত্তি করে। মানুষ কর্মময়। জীবিকা দিয়ে জীবন ধারন করে। এই জীবনধারন পদ্ধতিতেই রূপ নেয় সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতির কাঠামো। অর্থ ব্যবস্থার কারণে বিকাশমান জীবন চর্চার মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেনীর নিজস্ব রূপ ও দ্বন্দ। এদের পারস্পরিক সংঘাতের ফলে উদ্ভূত মিলিত চর্চা আমাদের সংস্কৃতি। মানুষের জীবনাচারনের মধ্যে সহজাত এবং অর্জিত এই বিচিত্র বিকাশধারা। হাজার হাজার বছর ধরে কোম প্রধান সমাজই বিভিন্ন ছন্দে এসে মিলেছে আধুনিক জীবনের গতি ধারায়। অর্থনৈতিক সম্পর্কের পরিবর্তনের জন্যে বর্তমানে এর ভিত টলে উঠেছে। যোগাযোগের উন্নতির জন্যে পাশ্চাত্য চলে এসেছে খুব কাছে। সংস্কৃতিক কর্মকান্ডে এর ছাপ পড়ছে অনায়াসে।